শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


রামপুরায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  রাজধানীর রামপুরায় দু'দল সন্ত্রাসীর গোলাগুলিতে শিশুসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ঐ এলাকায় সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। এসময় দু'পক্ষের গোলাগুলির মাঝে পড়ে ৭ বছরের শিশু মালেক, সোহেল ও রাব্বি ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে, ঘটনার সাথে জড়িত এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতের মা জানান, রামপুরার গোলাগুলিতে আমার ছেলের শরীরে গুলি লাগে। পরে আমি ছেলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে আসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ