শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


দেশের উন্নয়ন শ্রমজীবী মানুষের পরিশ্রমেই হচ্ছে: আমীরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস (মে-২০২৫) উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নয়াপল্টনের এফপিএবি মিলনায়তনে আয়োজিত হয় শ্রমিক দিবসের আলোচনা সভা। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়ন মূলত শ্রমজীবী মানুষের পরিশ্রমেই সম্ভব হচ্ছে। কিন্তু শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ছাড়া এ উন্নয়ন টেকসই হবে না। তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যখন-তখন ছাঁটাইয়ের প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিল্প-কারখানার মালিকানার একটি অংশ শ্রমিকদের দিতে হবে এবং ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তবেই শ্রমিক ও মালিক একসাথে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। সভা পরিচালনা করেন মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান, মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে মে মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ