বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বৈবাহিক জীবনে ‘ধর্ষণ’ শব্দের প্রয়োগ অবমাননাকর : জামায়াত আমির শ্রমিকের রক্ত ও ঘাম  নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচড়া দিচ্ছে: রিজভী বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ

ফেসবুক মেসেজ ফেরত নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হয়তো আপনি কাউকে এমন কোনো মেসেজ পাঠালেন, যেটি পাঠানোর পরে বুঝতে পারলেন যে এটি আপনার বলা উচিত হয়নি এবং সঙ্গে সঙ্গেই মেসেজটি আনসেন্ড করে দিলেন, যাতে অপর প্রান্তের ব্যক্তির কাছে মেসেজটি ডেলিভারড না হয়।

এমনটা ফেসবুক ছাড়া আরও অন্যান্য অনেক মেসেজিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় সম্ভব হলেও কখনো সম্ভব ছিল না ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জারে। অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী এই ফিচারটি আশা করে ফেসবুকে, তবে কখনোই ফেসবুক এই ফিচারটি দেয়নি। তবে কয়েক দিন আগে জানা যায় যে, ফেসবুকে মেসেজ আনসেন্ড করা সম্ভব, অবশ্য শুধু ফেসবুকের এলিট ব্যবহারকারীদেরই অ্যাক্সেস আছে এই ফিচারটির ওপর।

এলিট ব্যবহারকারী বলতে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বা ফেসবুকের অন্যান্য নির্বাহী কর্মকর্তার কথা বলা হয়েছে।

কয়েক দিন আগে এই মেসেজ আনসেন্ড করার ব্যাপারটি নিশ্চিত করা হয়, যখন একটি রিপোর্টে দেখা যায় যে, ফেসবুকের কয়েকজন এলিট ব্যবহারকারীর মেসেজ অন্য কারো ইনবক্স থেকে রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিল।

এ ঘটনার পর থেকে প্রায় নিশ্চিতভাবেই ধারণা করা হয় যে ফেসবুকের ওপরের স্তরের কর্মীরা অনেক আগে থেকেই ফেসবুক মেসেজ আনসেন্ড করার ফিচারটি অ্যাক্সেস করেছেন এবং করে আসছেন। তবে ফেসবুকের কোনো সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়নি।

এই বিষয়টি নিয়ে ফেসবুক জানিয়েছে, ফেসবুক মেসেজ ডিলিট করার ফিচারটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। এ ছাড়া মেসেঞ্জারে সিক্রেট কনভারসেশন ফিচারটির মাধ্যমেও ব্যবহারকারীদের টাইম সেট করার মাধ্যমে নির্দিষ্ট সময় পর কোনো টেক্সট ডিলিট করার সুযোগ দিয়েছে। তবে এবার এই সম্পূর্ণ মেসেজ আনসেন্ড করার ফিচারটি ফেসবুকের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের।

এ ব্যাপারে ফেসবুকের উত্তর শুনে আশা করা যায় যে ফেসবুকের এই মেসেজ আনসেন্ড করার ফিচারটি ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন। তবে ঠিক কবে নাগাদ এ ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে তা সঠিকভাবে জানা যায়নি। সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি/প্রিয় ডটকম।

আরও পড়ুন : জনপ্রিয় পেজগুলোর পরিচালকদের পেছনে ফেসবুক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ