বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

প্রকাশ্যে নামাজে হামলা; দোষীদের পক্ষে সাফাই ভারত মন্ত্রীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার ভারতের হরিয়ানা প্রদেশের চন্ডীগড় এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টা বলেছেন, প্রকাশ্য রাস্তায় নয়, মসজিদ কিংবা ইদগাহেই নামাজ আদায় করা উচিত।

সম্প্রতি হরিয়ানার গুরগাঁওয়ে প্রকাশ্যে জুমার নামাজ পড়া নিয়ে যে উত্তেজনাকর  ঘটনা তৈরি হয়েছিল সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলতে চাই যে নামাজ পড়ার একটি নির্দিষ্ট স্থান রয়েছে। মসজিদে বা ঈদগাহে নামাজ আদায় করা উচিত। যদি সেখানে স্থান সংকুলান দেখা দেয় তবে ব্যক্তিগত (বাড়িতে) জায়গায় তা করা উচিত। এটা এমন কোন বিষয় নয় যে, প্রকাশ্য রাস্তার ওপর তা পড়তে হবে’।

গত ২০ এপ্রিল শুক্রবার দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-এর সেক্টর ৫৩-তে একটি সরকারি জায়গায় প্রকাশ্যে জুমার নামাজ পড়ার সময় প্রায় ৫০০ মুসলিমকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা ‘জয় শ্রীরাম’ ও ‘রাধে রাধে’ বলে স্লোগান দিয়ে হামলা চালানো হয়।

তাদের অভিযোগ বেশ কিছু মুসলিম জমি দখলের চেষ্টা করে সেখানে মসজিদ বানানোর চেষ্টা করছে। ওই ঘটনায় পরে ৬ জনকে আটকও করা হয়, যদিও তাদের প্রত্যেককে পরে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু ওই ঘটনা নিয়ে ওই এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তিনি কার্যত স্বীকার করে নেন যে রাজ্য সরকারেরই দায়িত্ব ছিল যে সেখানকার আইন-শৃঙ্খলা বজায় রাখা।

খাট্টার বলেন, ‘এটা খুবই ভাল যে, প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া নিয়ে কোন অভিযোগ আসেনি, কিন্তু কোন দফতর থেকে যদি এব্যাপারে অভিযোগ ওঠে তবে আমাদের সেটা সযত্নে ভেবে দেখতে হবে। তাই আমরা তার দিকে নজর রাখছি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ