শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


এক ফ্ল্যাট থেকে জামায়তের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা চালাতে সেখানে বসে ‘পরিকল্পনা করছিলেন’ বলে অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তারা।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের চারতলার ওই ফ্ল্যাটে অভিযানে যান তারা।

“সেখানে এই ৪০ জন বসে নাশকতার পরিকল্পনা করছিল।”

গ্রেফতারদের মধ্যে দেলোয়ার হোসেন, আব্দুস সামাদ, হারুন-অর-রশিদসহ ছয় থেকে সাতজন জামায়াতের কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতা বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আসলাম বলেন, রোববার তাদের আদালতে পাঠানো হবে। ফ্ল্যাটটি বেশ কিছুদিন ধরে খালি ছিল। ফ্ল্যাটের মালিক এখনও পলাতক।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী
পদ ছাড়লেন নাজিব রাজাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ