বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘জোড়ের সিদ্ধান্ত ইজমায়ী সিদ্ধান্ত; সবাইকে মানা জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াত ও তাবলিগের চলমান সংকট নিরসন ও উলামায়ে কেরামের অবস্থান স্পষ্ট করতে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়াজাতি জোড়।

এতে মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর রহ. এর ছাহেবজাদা ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন তার বক্তৃতায় বলেন, আজকের এই ওয়াজাহাতি জোড় থেকে যে সিদ্ধান্ত হবে সেটা ইজমায়ী সিদ্ধান্ত। ইজমায়ে উম্মাহ হওয়ার জন্য যত শরায়েত প্রয়োজন এ মজলিসে সে সব শর্ত উপস্থিত আছে।

তিনি বলেন, আজকের এ জোড়ের সকল সিদ্ধান্ত ইজমায়ে উম্মাহর সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত মানবেন না তারা জালেম। আমাদের সকলকে এই জালেমদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সতর্ক করতে হবে। সেই সঙ্গে এই জালেমদেরও সাহায্য করতে হবে, তাদের বুঝাতে হবে।

আল্লাহর রাসূল সা. ইরশাদ করেছেন, তোমরা জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। সাহাবারা আরজ করলেন, মাজলুমদের সাহায্য করাতো বুঝলাম; কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূল সা. ইরশাদ করলেন, জালেমকে তার জুলুম থেকে বিরত রাখাই হলো- তাকে সাহায্য করা।

মুফতি রুহুল আমীন আরও বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ চলে ছয় উসূলের ভিত্তিতে। আমাদের এক ভাই সাদ সাহেবের এতায়াত করতে হবে বলে সাত নম্বর উসূল চালু করেছেন, আজকের এই জোড় থেকে যে সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মানতে হবে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো সাত নম্বর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে কোনো এতায়াতী জামাত চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে চলবে হযরতযী ইলিয়াস রহ. এর নকশায় রেখে যাওয়া তাবলীগ, হযরতযী ইউসুফ সাহেব রহ. নকশায় রেখে যাওয়া তাবলীগ, চলবে হযরতযী এনামুল হাসান রহ. যেই শুরা পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগের কাজ রেখে গেছেন আজকের জোড়ে সিদ্ধান্ত হওয়ায় পর বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ সেই শুরা পদ্ধতিতে পরিচালিত হবে।

মুফতি রুহুল আমীন তার বক্তব্যে আরো বলেন, পাশ্ববর্তী রাষ্ট্রের নেজামউদ্দিনের কোনো নেজাম কেউ যদি বাংলাদেশে চালু করার চেষ্টা করে, তবে সেটা করতে দেওয়া হবে না।

আল্লামা রুহুল আমীন তার বক্তব্যে জোড়ের সিদ্ধান্তসমূহ সর্বস্তরের সকল সাথী ভাই এবং উলামা হযরতদের সমন্বয়ে বাস্তবায়নের আহ্বান জানান।

জোড়ে জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা আশরাফ আলী, জামিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহাতামিম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ,

জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, মুফতি এনামুল হক, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি ওবায়দুল্লাহ ফারুক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, উত্তরা আল মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়াতুল্লাহ আযহারীসহ বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিদ্ধান্তমূলক বক্তব্য পেশ করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী। অনুষ্ঠানে ৬টি সিদ্ধান্ত গৃহিত হয়। সর্বশেষ দোয়ার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ