সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর চলতি বছরের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে পাশের হার ৯৬.২৬%। মেধা তালিকা অর্জন করেছেন ৩০৬জন পরীক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১২টায় কুরআন শিক্ষা বোর্ডের রামপুরা অফিসে ফলাফল প্রকাশ করা হয়। কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুফতি হেমায়তুল্লাহ কাসেমী কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজীর হাতে ফলাফল তুলে দেন। ফলাফল প্রকাশ করেছন নুরুল হুদা ফয়েজী। এবার কুরআন শিক্ষা বোর্ডের অধিনে ২৯৬ টি মাদরাসা ১৫০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজী বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পেরেছি। এবার আমাদের ৯৬.২৬% পরীক্ষার্থী পাশ করেছে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, উস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী বলেন, আমরা এবারের পরীক্ষা সুন্দর ভাবে নিতে পেরেছি এবং যথাসময়ে পরীক্ষার ফল প্রকাশ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক। এবার যারা পাশ করেছে তাদের জন্য শুভকামনা। তারা আরও এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি।

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে। ওয়ের সাইড লিঙ্ক: http://www.bqeb.org/result

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ