বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ব্রাডফোড শাখা আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাডফোড শাখা বৃটেন এর উদ্যোগে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১৯ জুন) সম্মেলনকে সফল করার জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোড শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ব্রাডফোড শাখা খতমে নবুওয়ত সহ সভাপতি ও জামিয়া খাতামুন্নাবিয়্যিন লন্ডনের মহাপরিচালক মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আল্লামা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, কুখ্যাত গোলাম কাদিয়ানীর অনুসারীরা শুধুমাত্র মুসলমানদের শত্রু নয়। তারা বিশ্ব, শান্তি ও মানবতার প্রকাশ্য দুশমন। বিশ্বের শান্তিপ্রিয় প্রতিটি মানুষের উচিত তাদের বয়কট করা।

তাই তিনি বৃটেনের সকল মুসলমানকে আগামি ২১ জুলাই অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল ও কাদিয়ানীদের ব্যাপারে বিশ্ববাসীকে সচেতন করার আহ্বান জানান।

ব্রাডফোর্ড শাখা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোর্ড শাখা সহ সভাপতি ও ব্রাডফোর্ড তাওক্কুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফেজ জালাল, কারী আব্দুল জলিল, মাওলানা শামসুল হকসহ অর্ধশত উলামায়ে কেরাম।

বক্তারা কাদিয়ানীদের ঈমানবিধ্বংশি অপততপরতা বন্ধে অবিলম্বে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। তার পাশাপাশি আগামী ২১ জুলাইয়ের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করে কাদিয়ানীদের বিরুদ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বৃটেনে অবস্থানরত সকল মুসলমান প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ