বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সৌদিতে অসুস্থ হাজিদের খোঁজখবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় গুরুতর অসুস্থ হাজিদের খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। অসুস্থ হাজিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথাও জানিয়েছেন তিনি।

নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ও জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা হাসপাতালে এবং কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর পবিত্র হজ পালনরত অবস্থায় এ চারজন হাজি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রেইন ষ্ট্রোক, কিডনী ও বুকের ব্যাথাসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত এসব রোগীরা। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মক্কার বিভিন্ন হাসপাতালে গিয়ে এদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের আশ্বস্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন’। এছাড়া অসুস্থ হাজিগণ সুস্থ্য হওয়ার পর যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নিতেও হজ কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

সৌদি আরবে পৌছানোর পর চার জন বাংলাদেশী হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে খবর পান প্রতিমন্ত্রী। সাথে সাথে হাজিগণের চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রোগীদের সাথে দেখা করবেন এমন খবর পেয়ে মক্কার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও উর্ধতন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। কারণ প্রতিবছরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা অসুস্থ হয়ে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকলেও কোনো মন্ত্রী কখনো খোঁজ-খবর নেয়নি। এবারই এর ব্যাতিক্রম ঘটলো।

উল্লেখ্য, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাযর রাজকীয় অতিথি হিসেবে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে মক্কায় অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ