মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইসলামী ব্যাংকের 'অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদের সভাপতিতত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমদ চৌধুরী ও মুহা. সালেহ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট প্রধান মুহা সদরুল হুদা, এফসিএ এবং ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল মাহমুদ আহমেদ।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহা শামসুল হুদা, মুহা. মাহবুব আলম ও রফিক উল আলমসহ অন্যান্য নির্বাহীগণ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং-এর কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ব্যাংকিং নিয়মনীতির যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা প্রদান করছে। এ ব্যাংক (ইসলামী ব্যাংক) টানা আট বছর বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক হিসেবে অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

তিনি ইসলামী ব্যাংকের সার্বিক অগ্রযাত্রায় প্রযুক্তি জ্ঞানে নিজেদের আরো সমৃদ্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ