মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এই দুর্নীতিবাজদের খুব শক্তভাবে ধরুন, প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে বলেছন, আমি যে জায়গায় আমি দাঁড়ায় আছি, সেটা না বললেই নয়। এটি নারায়ণগঞ্জের ভুলতা। এই জায়গায় আমি আমার জীবনের একশো থেকে দুইশো ঘণ্টা সময় নষ্ট করছি। সিলেট থেকে আসার পর আমার বাস ঘণ্টার পর ঘণ্টা এইখানে দাঁড়ায়ে থাকতে হতো।

ভুলতায় ফ্লাইওভার তৈরি হয়েছে। সিলেটের মানুষ এর সুফল পাচ্ছে উল্লেখ করে বলেন, আজ আমি প্রথমবারের মতো এই ফ্লাইওভারের ওপর দিয়ে এলাম। যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো সেখানে আজ মাত্র এক মিনিট সময় লাগলো।

সরকারের উন্নয়ন পরিকল্পনাকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, যখন দেশের এইরকম চিত্র দেখি, দেশের উন্নয়ন দেখি তখন আমি অনেক বেশি স্বপ্ন দেখতে শুরু করি। আপনাদেরকে না দেখায়ে পারলাম না এইটা হলো নারায়ণগঞ্জের ভুলতা। যে জায়গায় ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়েছে, এই জায়গাটা একদম বিদেশের মতো লাগছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, এই দুর্নীবাজদের খুব শক্তভাবে ধরুন। যখন দেখি এই দুর্নীতিবাজরা বালিশ এবং পর্দার নামে হাজার হাজার টাকা লুটপাট করে নেয়। আমি বলবো সময় এসেছে এদেরকে শক্তভাবে ধরেন। এইসব দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

দেখুন সম্পূর্ণ বক্তব্য

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ