বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভোলায় নবীপ্রেমিকদের হত্যায় ‘কাতার মজলিসুল উলামা’র প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় নবী মুহাম্মদ সা. কে অবমানবার প্রতিবাদে তাওহিদি জনতার ওপর গুলি চালিয়ে চারজনকে হত্যা ও শতাধিককে আহত করায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সমাবেশ করেছে ‘কাতার মাজলিসুল উলামা’। দোহার ফানার মিলনায়তনে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়েখ নুরুল হক (ইমাম ও খতিব ধর্মমন্ত্রণালয়) এর সভাপতিত্বে মাওলানা আব্দুল বারীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠান শুরু হয়। এসময় সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

এসব দাবি উপস্থাপন করেন উপস্থাপন করেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সেক্রেটারি জেনারেল এবং মাজলিসুল উলামা কাতারের সদস্য সচিব, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদুর রাহমান।

এসময় আরও বক্তব্য রাখেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সভাপতি মাওলানা ফরীদ আহমাদ, মার্কাযুদ দাওয়াতুল হকের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রাহমান, মার্কায দাওয়াতুল হকের সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ, বিএনপির কাতার শাখার সেক্রেটারী জনাব শরীফুল সাজু, সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি জনাব আমীনুল হক, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফখরুল হুদা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ ইছমাইল ও মাওলানা নুরুল আনোয়ার সাহেব প্রমুখ।

মাজলিসুল উলামা কাতারের দাবিসমূহ
১. ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সা. ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।
৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৬. আমাদের দেশ শান্তিপূর্ণ দেশে। দেশে কোনো অশুভ তৎপরতা দেশের শান্তিকামী তৌহিদী জনতা মেনে নিবে না। উগ্র হিন্দুত্ববাদী, সংগঠন ইসকন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায়। এই দেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ