বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মুসলিমদের পক্ষে সোচ্চার ওজিলের পাশে পম্পেও-অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুটবল ক্লাব আর্সেনালের খেলোয়াড় ও জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক সদস্য মেসুত ওজিলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও।

তিনি বলেন, বেইজিং কেবল ফুটবল দলটির খেলায় কাটছাঁট আরোপ করতে পারবে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লুকাতে পারবে না।

এক টুইটবার্তায় পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির প্রচারমাধ্যম পুরো মৌসুমেই মেসুত ওজিল ও আর্সেনালের ওপর সেনসর আরোপ করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয়ই হবে। উইঘুর ও অন্যান্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে, সিসিপি তা গোপন রাখতে পারবে না।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওজিলকে সমর্থন জানিয়েছেন। এক টুইট বার্তায় সংস্থাটির পক্ষ থেকে ওজিলের মত প্রকাশের স্বাধীনতা যেন দমন করা না হয় সেদিকে আরসোনালাকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, তুর্কি বংশোদ্ভূত জার্মানির এ মুসলমান ফুটবলার সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন করায় চীনকে তুলাধোনা করেছেন। গত সপ্তাহে সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে ‘উইঘুরদের’ যোদ্ধা আখ্যায়িত করে তিনি বলেন, তারা নিপীড়নকে রুখে দাঁড়াচ্ছে। পাশাপাশি এ নিপীড়নের ঘটনায় মুসলিম বিশ্বের নীরবতারও সমালোচনা করেন তিনি।

এটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করেছে চীনা কমিউনিস্ট সরকার। উইঘুরদের বিরুদ্ধে নিপীড়নের ঘটনা সবসময়ই অস্বীকার করে আসছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া খবর ও মিথ্যা বিবৃতিতে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়েছেন ওজিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ