বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আল্লামা আশরাফ আলী রহ.-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ মারুফ।।

ছাত্রজীবন থেকেই আল্লামা আশরাফ আলী রহ. জড়িয়ে ছিলেন রাজনীতির সঙ্গে। কুমিল্লায় যখন কাসেমুল উলূম মাদরাসায় পড়েন, তখন আল্লামা আতহার আলী রহ. প্রতিষ্ঠিত নেজামে ইসলাম পার্টির কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কর্মজীবনের শুরুতে কিশোরগঞ্জ জেলায় নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের পর তার পদোন্নতি হয়, তিনি দলটির কেন্দ্রীয় সেক্রেটারি নিযুক্ত হন। তারপর হাফেজ্জী হুজুর রহ. এর সম্মিলিত জোটে যোগদান করেন। পরবর্তীততে তাসাউফের দিকে ঝুঁকে পড়ায় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। রাজপথ ছেড়ে নির্জনবাস আরম্ব করেন, আড়ালে থাকেন লোকচক্ষুর।

তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. একদিন কাসেমুল উলূম মাদরাসায় গিয়ে তাকে কাছে ডাকেন, আহ্বান করেন খেলাফত মজলিসে যোগ দিতে। তিনি রাজি হন। শায়েখের ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন আবার রাজপথে। খেলাফত মজলিসের 'নায়েবে আমির' হিসেবে শায়েখের সঙ্গে কাজ করতে থাকেন।

শায়েখের ইন্তেকালের পর তিনি দলটির অভিভাবক পরিষদের অভিভাবক হন, এবং আমৃত্যু এই পদে সক্রিয় থাকেন।

উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী রহ. ১৯৭৯ সালের নির্বাচনে নেজামে ইসলাম পার্টির পক্ষে দলের নাম ব্যবহার না করে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তার জন্ম ১৯৪০ সালের পহেলা মার্চ, কুমিল্লার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম আলহাজ্ব মাওলানা মফিজুদ্দীন সাহেব। রাহমাতুল্লাহি আলাইহি।

(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ