বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লক্ষ্মীপুরের ১২০ বছরের বটতলী মাদরাসার দস্তারবন্দি শনিবার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিযানুর রহমান জামীল : লক্ষ্মীপুরের ১২০ বছরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিসের (বটতলী মাদরাসা) দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি (শনি ও রবিবার)। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, প্রথম দিনে প্রধান মেহমান বেফাকের মহাসচিব এবং জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়া বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম (বাবা হুজুর), জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মুসতাকুন্নবী কাসেমী, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী প্রথম দিন বয়ান করবেন।

আর দ্বিতীয় দিনে প্রধান মেহমান থাকবেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর। ঢাকার মুফতী দিলাওয়ার হুসাইন, ফেনীর ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী জামিয়া আজিজিয়ার শাইখুল হাদীস আল্লামা কামালুদ্দীন, উজানীর বর্তমান পীর মাওলানা আশেকে এলাহী, মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মুস্তাফিজুর রহমান, নোয়াখালী জামেয়া রহমানিয়া মহব্বতপুরের মুহতামিম মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ এ দিন বয়ান করবেন।

জামিয়ার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ জানিয়েছেন, দস্তারবন্দি উপলক্ষে ছাত্রদের উদ্যোগে এবার আরবি-বাংলাসহ চার ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে। এছাড়াও দস্তারবন্দি স্মারকসহ আলাদা তিনটি বই প্রকাশ হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতি মামুন বিন শাইখ আব্দুল কবীর দেশবাসীর কাছে সম্মেলনের সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ