বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফেনীর সিন্দুরপুরের তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: প্রতি বছরের মতো এবারও ফেনীর দাগনভুঁইয়ায় সিন্দুরপুর তাওহীদি জনতা ও যুব সমাজের উদ্যোগে ১১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল হতে যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের প্রাইমারি স্কুল মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- সুলতান আহমদ নানুপুরী রহ. -এর সাহেবজাদা মাওলানা এমদাদুল্লাহ, আমন্ত্রিত ওয়ায়েজ হিসেবে থাকবেন, ঢাকার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ এবং হেদায়াতুল্লাহ আজাদী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- মুফতি আবুল কালাম আজাদ, ঢাকার জামিয়া আজমিয়া বনশ্রীর মুহাদ্দিস, -রামপুরার মসজিদে গনীর খতিব ও সত্যপুর মাদরাসা সিন্দুরপুরের পরিচালক মুফতি মাহফুজুর রহমান সিন্দুরপুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন- ১নং সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী ও রঘুনাথপুর দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও এন টিভি ইউ.কে এর ইসলাম বিষয়ক আলোচক মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি হোসাইন আহমদ জাবের আওয়ার ইসলামকে বলেন, তাফসীরুল কুরআন মাহফিলটি এই এলাকায় দীর্ঘ ১০ বছর ধরে হয়ে আসছে। সাধারণ মানুষ যেন দীন বুঝতে পারে সে জন্য প্রতি মাহফিলে বিজ্ঞ আলেমদের আনতে চেষ্টা করি।

তিনি আরও বলেন,মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে সভা করেছে। আমরা আশা করছি প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুন্দর ভাবে মাহফিল শেষ করতে পারবো।

মুফতি হোসাইন আহমদ জাবের সবার কাছে মাহফিলের জন্য দোয়া চান এবং মাহফিলে সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ