বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মঙ্গলবার বাজিতপুর যাচ্ছেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, হিলচিয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১২ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে হিলচিয়া বাজার বয়লার মাঠে এ মহতি মজলিস শুরু হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এতে বয়ান করবেন- মাওলানা মুফতি আতিকুল্লাহ (নরসিংদী), জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলূম ভাগলপুরের মোহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার।

মাওলানা আজিজুল হক ও মাওলানা রেজাউল করীমের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সারওয়ার আলম, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম (নাহিদ), গুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ইমাম কাম অডিটর ও হিলচিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। এতে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব শুভেচ্ছা বক্তব্য দিবেন।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থাকবেন- বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখার সদর, মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

মাহফিল এন্তেজাম কমিটি সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ