বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উজানীর তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহি জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযীল হাসান: প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক উজানী ময়দানে শুরু হলো মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় উজানীর বর্তমান পীর মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমির মাওলানা ফযলে এলাহীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

গত বেশ কয়েক বছর ধরে উজানীর বড় মাহফিলের পাশাপাশি তিন দিনব্যাপি বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়ে আসছে। যা উজানী তরিকার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন ‘মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশ’ আয়োজন করে।

উজানী মাদরাসার মুহাদ্দিস এবং মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান জানান, আজ বিকেল তিনটায় উজানীর বর্তমান পীর, মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমীর হযরত মাওলানা ফযলে এলাহী এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়ে শনিবার বাদ যোহর আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে আধ্যাত্মিক এ মিলনমেলা।

তিনি আরও জানান, আগত মুসল্লিদের ফায়দার দিকে লক্ষ্য করে ইসলাহী জোড়ের পূর্ণ সময়কে অত্যন্ত সুবিন্যস্তভাবে রুটিন আকারে ভাগ করা হয়েছে। তা’লিম, জিকির ও দোয়ার ইহতেমামের পাশাপাশি রুটিনে রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের আ’মলি প্রশিক্ষণ, অযু-ইস্তেঞ্জা, নামাজ, খাওয়া-দাওয়া, ঘুম সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানাহ বিষয়ে অভিজ্ঞ মুয়াল্লিমদের মাধ্যমে আদাব ও সুন্নাত তরিকা শিক্ষাদান, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় ও মহান আল্লাহর দরবারে রুনাজারির বিশেষ পাবন্দি।

তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়ে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ইসলাহী আলোচনা পেশ করবেন- মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমির, উজানীর বর্তমান পীর মাওলানা ফযলে এলাহী, নায়েবে আমির পীরে কামেল মাওলানা আশেক এলাহী, হাফেজ্জী হুজুর রহ.-এর জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল হক, মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হুসাইন, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী এবং উজানীর খোলাফারাসহ দেশ বরেণ্য অনেক প্রখ্যাত ওলামায়ে কেরাম।

উল্লেখ্য, চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত একটি গ্রামের নাম উজানী। এ গ্রামেই ১৯০১ সালে ইলমি ও আধ্যাত্মিক মারকায গড়ে তুলেন- ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাংগুহী রহ. এর অন্যতম খলিফা কুতুবুল আলম কারী ইব্রাহিম র.।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ