বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চালাতে না পারায় দামি মোবাইল ফেরত দিল চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল চুরি-ছিনতাই বা হারানোর ঘটনা অহরহই ঘটে। তবে চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়ার ঘটনা কমই ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। ভারতের জাতীয় গণমাধ্যম টাইমসনাউ নিউজ এমন একটি সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত ওই খবরে জানা গেছে, জামালপুর থানার জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের শাহহুসেনপুর দেওয়ানপাড়ার বাসিন্দা শুভাশিস ভট্টাচার্য কয়েকদিন আগে প্রায় ৪৬ হাজার টাকা খরচ করে একটি অ্যান্ড্রয়েড ফোন কেনেন। গত ৪ সেটেম্বর তিনি মিষ্টির দোকানে যান। মিষ্টি কিনে ফেরার সময় সেখানেই মোবাইলটি রেখে চলে আসেন তিনি। কিছুক্ষণ পর সেকথা মনে পড়লে আবারও মিষ্টির দোকানে দৌড়ে যান। তবে মোবাইলটি তখন আর পাওয়া যায়নি। দোকানের কর্মীরাও তার ফোনের খোঁজ জানাতে পারেননি। এরপর শুভাশিস অন্য ফোন থেকে তার মোবাইলে বারবার কল দেন। কিন্তু প্রতিবারই সেটা বন্ধ পান। এরপর তিনি থানায় মামলা দায়ের করেন।

রোববার শুভাশিস তার মোবাইলে আবারও কল দেন। এবার ফোনটি ধরে একজন জানান, ফোনটি তিনি মালিককে ফেরত দিতে চান। কারণ তিনি ফোনটি ব্যবহার করতে পারছেন না।

শুভাশিস জানান, ওই ব্যক্তি তার ফোন ফেরত দিতে চাওয়ায় তিনি বেশ অবাক হয়েছিলেন। এরপর পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির বাড়ি থেকে ফোনটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, মিষ্টির দোকানের কাউন্টার থেকে ফোনটি চুরি করেছিল ২২ বছর বয়সী এক তরুণ। তবে শুভাশিস ফোন ফেরত পেয়ে খুশী হওয়ায় মোবাইল চুরির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এ কারণে পুলিশও ওই তরুণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

সূত্র: টাইমসনাউ নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ