বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী 'এসো অবদান রাখি' কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী ‘এসো অবদান রাখি’ মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২০ জন এতীম-অনাথ, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের খাবার ও মাস্ক বিতরনের মধ্যে দিয়ে শুরু হয় এর কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর) সন্ধার পর এর শুভ উদ্বোধন হয় রাজধানীর মিরপুর-৬ হেরার পথে ফাউন্ডেশন এর অফিসে। এতে উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. মালেক।

আরও উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের যুবক, রাহবার কাফেলার সভাপতি এ. এন. আতিকুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন বাবুল, কোষাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যগন।

উদ্বোধনপূর্ব বক্তব্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতিফলে ৭১ দিনব্যাপী অভাবী-দুস্থ ও সুবিধা বঞ্চিত সকল শ্রেণি, ধর্মের মানুষের মাঝে আমরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করে যাবো।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয়ে সুবিধা বঞ্চিত দুঃখী শ্রেণির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করণে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় প্রতিদিন অভাবী ও সুবিধা বঞ্চিত ১০০ জনকে মাত্র ১০ টাকায় সুস্বাদু খাবার বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. এ. মালেক বলেন, সমাজের যারা বিত্তবান, তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় ও গরীবদের পাশে দাঁড়ানো। হেরার পথে ফাউন্ডেশন সেই দায়বদ্ধতার কাজটিই করে যাচ্ছে ও যাবে ইনশাআল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ