বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আজ থেকে শুরু হলো বাঘিবাড়ী মাদরাসার ২৮তম ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর বিশিষ্ট খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে বাঘিবাড়ী,মনোহরদী, নরসিংদীতে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ২৮তম ইসলাহী ইজতেমা।

ইসলাহি এ ইজতেমার আয়োজন করছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী।  ইজতেমাটি চলবে আগামী ৩১ জানুয়ারি রোববার পর্যন্ত।

তিন দিনব্যাপী এ ইসলাহি ইজতেমায় আলোচনা করবেন,  আল্লামা ড. মুশতাক আহমাদ, শাইখুল হাদীস আল্লামা সাজিদুর রহমান সাহেব বি- বাড়িয়া, আল্লামা ড. খলীলুর রহমান আল আযহারী কিশোরগন্জ, আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন ঢাকা, মাওলানা ইয়াহিয়া মাহমুদ , মুফতী মিযানুর রহমান সাঈদ ঢাকা, মুফতী বশীরুল্লাহ কাসেমী ঢাকা , মুফতী আরীফুল ইসলাম জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা, মাওলানা হাবীবুর রহমান মিসবাহ ঢাকা, মুফতী আবূ যার, মুফতী ফয়সাল উমর, মুফতী সাইফুল ইসলাম, মুফতী ইলিয়াস আফতাবনগর ঢাকা।

এছাড়াও আরো দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোচনা করবেন।

ইজতেমাটি পরিচালনা ও উপস্থাপনায় আছেন - মাওলানা মুফতী লোকমান হাকিম , মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী।

প্রসঙ্গত, উক্ত বার্ষিক ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাঁদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ, মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হয়।

৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত রয়েছেন। যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা- মাসায়েল শিক্ষা দিয়ে থাকেন। ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী সাহেব ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে বলেন - সাধারণ মানুষের মাঝে উজু- গোসল, মাসলা- মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ