বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বারিধারার খতমে বুখারিতে আসছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসছেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র মুহাদ্দিস মুফতি মুনীর হোসাইন কাসেমী।

এর আগে আল্লামা আরশাদ মাদানী বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। সে গুঞ্জনের সূত্র ধরে মুফতি মুনীর হোসাইন কাসেমীর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ মার্চ বৃহস্পতিবার। বাদ মাগরিব শুরু হবে বুখারী শরীফের শেষ সবকের মূল আনুষ্ঠানিকতা। এবছর ২১৩ জন ছাত্র বারিধারা মাদরাসা থেকে দাওরা হাদিস সমাপণ করে পাগড়ী নিবেন। এছাড়া মাদরাসার ইফতা বিভাগ থেকে ৪৮ জন ও হেফজ বিভাগ থেকে ২৩ জন হাফেজে কুরআন ছাত্রকে দেয়া হবে সম্মাননা পাগড়ী।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। গত বছরের ১৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও বারিধারার খতমে বুখারীতে প্রকাশিত হবে মাদরাসার স্মারক ‘কাফেলা’। কাফেলার সম্পাদক মাদরাসার সিনিয়র উস্তাদ এইচ এম আবু সালেহ। এবারের কাফেলায় আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহির স্মৃতিচারণ মূলক লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ