বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিশ্বসেরা তরুণ নেতার স্বীকৃতি পেলেন ক্রিকেট ও সংসদ সদস্য মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চ্যালেঞ্জিং ও সৃজনশীল কাজ করেন, ৪০-এর কম বয়সী এমন নেতাদের মধ্য থেকে প্রতি বছর ‘ইয়াং গ্লোবাল লিডার’-এর স্বীকৃতি দেয় সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবার এই স্বীকৃতি পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

তরুণ নেতাদের নির্বাচিত করা প্রসঙ্গে সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা ২০২১ সালের জন্য ১১২ জন তরুণ নেতাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন লিঙ্গ ন্যায়বিচারকারী ও মানবাধিকার কর্মী থেকে শুরু করে বহু পুরস্কার বিজয়ী শিল্পী, আদিবাসীদের পক্ষের আইনজীবী, বিশ্বের কনিষ্ঠতম দেশ থেকে একজন নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, স্বাস্থ্যসেবা ও সরকারি নেতারা আছেন এবারের তালিকায়।’

সংস্থাটি জানাচ্ছে, ‘মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন ক্রিকেটার এবং ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। অবসরের আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতার বেড়াজাল থেকে বের করে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। সেগুলো হলো- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও বিশেষ শিক্ষাব্যবস্থা সরবরাহ করা, একটি নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ