বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মার্কেটিংয়ের হাতেখড়ি ‘ঠিক-বেঠিক মার্কেটিং’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: প্রতিষ্ঠান-পন্য মানুষের কাছে পৌছে দিতে মার্কেটিংয়ের বিকল্প নেই। ব্যবসা প্রতিষ্ঠান বড় হয় শক্তিশালী মার্কেটিং টিমের দ্বারা। তরুনরা মার্কেটিংয়ে কাজ করতে আগ্রহী বিভিন্ন কারণে। প্রত্যেক কোম্পানীর মার্কেটিং টিমের জন্য দরকার স্বপ্নবাজ তরুনদের। তাই তারা কাজ পেয়েও যায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করেও তেমন ভালো করতে পারে না মার্কেটিংয়ে। স্বপ্ন ফিকে হয়। আশা হারায়।

অনেক তরুন জিজ্ঞাস করে- মার্কেটিং কিভাবে শিখব? কিভাবে মার্কেটিংয়ে ভালো করা যায়? এসব প্রশ্নের জবাবে বলা যায়, মার্কেটিংয়ের থিওরি আছে কিন্তু কোনো বাঁধাধরা ফরমুলা নেই। একজন অ্যাকাউন্ট্যান্টকে আপনি বলতে পারবেন না যে ব্যালান্সশিটটা এভাবে বানাও। কারণ, ব্যালান্সশিট বানানোর সুনির্দিষ্ট ফরমুলা আছে। সাপ্লাই চেইনের একজন ডিমান্ড প্ল্যানারকে আপনি বলতে পারবেন না যে এভাবে করো। কারণ, সেটিরও ফরমুলা আছে। এইচআর থেকে শুরু করে ফ্যাক্টরি প্রোডাকশন সিস্টেম সবকিছুরই একটা ফরমুলা আছে, একমাত্র মার্কেটিং বাদে।

মার্কেটিংয়ের কাজটা মানুষের মন, মনের গভীরের ইচ্ছা-অনিচ্ছা, চাহিদা-স্বপ্ন, রাগ-ভয়-ঘৃণা-বিতৃষ্ণা নিয়ে। অন্তত এখন পর্যন্ত এমন কোনো ফরমুলা আবিষ্কার হয়নি, যা দিয়ে মনের গভীরের এই ব্যাপারগুলোতে একদম নিশ্চিতভাবে প্রভাব বিস্তার করা যায়। কোন রং, কোন শব্দ, কোন বাক্য, কোন ডিজাইন, কোন চেহারা, কোন পজিশন ঠিক কীভাবে-কোথায়-কখন-কত দিনে ইমপ্যাক্ট করবে, তা শার্লক হোমসের গল্পের মতোই রহস্যময়।

মার্কেটিং শিখাতে ‘ঠিক-বেঠিক মার্কেটিং’ বইটির বিকল্প নেই। মার্কেটিয়ারদের জন্য বইটি লিখেছেন- গালীব বিন মোহাম্মদ। গালীব বিন মোহাম্মদ পড়া লেখা করেছেন মার্কেটিংয়ে। কাজ করেছেন বিখ্যাত সব কোম্পানীতে। তিনি এখন দুধের ব্র্যান্ড DANO-এর মাদার কোম্পানী ডেনমার্কের ‘আরলা ফুডস’ এর হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত।

এক নজরে বই

বই: ঠিক-বেঠিক মার্কেটিং
লেখক: গালীব বিন মোহাম্মদ
প্রকাশনী: আদর্শ
মূদ্রিত মূল্য: ২৪০
যোগাযোগ: +029 612 877, 01793-296202, মেইল: info@adarsha.com.bd
বই অর্ডার করুন: https://bit.ly/3eH5nSE


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ