বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আমার কোনো ফেসবুক একাউন্ট নেই, কেউ প্রতারিত হবেন না: মুফতি আরশাদ রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 কাউসার লাবীব।।

মুফতি আরশাদ রহমানী। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মহাপরিচালক। ফেসবুকের সার্চ বারে গিয়ে তার নাম লিখতেই চলে আসে অসংখ্য আইডি, পেজ ও গ্রুপ। এসব জায়গা থেকে তার বরাত দিয়ে প্রচার করা হচ্ছে নানা তথ্য। যার মাধ্যমে অনেকেই নানা সময়ে বিভ্রান্ত হচ্ছেন। অথচ ভার্চুয়াল জগতের সঙ্গে তেমন পরিচিত নন তিনি। নেই কোনো নিজস্ব ফেসবুক একাউন্ট।

ফেসবুকে তার নামে ছড়িয়ে পড়া একাউন্ট, পেজ ও গ্রুপ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছেন তিনি। বিষয়গুলো জানতে পেরে  তিনি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে বলেন, ‘ফেসবুকে আমার কোনো একাউন্ট নেই এবং ভবিষ্যতেও খোলার কোনো পরিকল্পনা নেই। এ জগৎ থেকে আমি দূরে থাকতে চাই। তবে আমি জানতে পেরেছি, আমার নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে; যার সঙ্গে আমার কোনো নুন্যতম সম্পর্ক নেই। যারা এ একাউন্টগুলো চালাচ্ছে তারা আমার কাছ থেকে কোনো অনুমতিও পায়নি। তাছাড়া তাদেরকে আমি অনুমতি দেয়ার কোনো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত হবেন না।’ প্রয়োজনে অতিশীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ