শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


উত্তরায় প্রতিষ্ঠিত মারকাজী মাদরাসা জামিয়াতুন নূর আল কসেমিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদুল্লাহ আসিম: রাজধানীর জামিযা মাদানিয়া বারিধারা মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান প্রতিষ্ঠিত মারকাজি মাদরাসা ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’। মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর নামকে স্মরণীয় করে রাখতে এ নাম দিয়েছেন মাদরাসা প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নাজমুল হাসান। চলতি বছর প্রতিষ্ঠা পাওয়া উত্তরার এই মাদরাসাটি ইবতেদায়ী থেকে তাখাসসুসাত পর্যন্ত সকল বিভাগই খোলা হয়েছে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজমুল হাসান জীবনের দীর্ঘসময় পর্যন্ত বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ছিলেন। বারিধারা মাদ্রাসায় নায়েবে মুহতামিম ও আল্লামা কাসেমী রহ. এর মৃত্যুর পর ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বও পালন করেন তিনি। এরপর গত দুইমাস পূর্বে মার্চ মাসে তিনি উদ্বোধন করেন ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’।

মাদ্রাসা সম্পর্কে মাওলানা নাজমুল হাসান আওয়ার ইসলামকে বলেন, এটি একটি অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এক ঝাঁক নবীন-প্রবীণ শিক্ষকদের ত্যাগ, মোজাহাদা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানের ছাত্রদের গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। অত্যন্ত আমানতদারী ও মেহনতের সাথে ছাত্রদের দীনের যোগ্য ও আদর্শ রাহবার হিসেবে গড়ে তোলা হবে এ প্রতিষ্ঠানের তালিবুল ইলমদের। তিনি জানান, মাদ্রাসার অধিকাংশ শিক্ষক দারুল উলুম দেওবন্দের ফারেগ। আদর্শ দেওবন্দী আদর্শ ও চিন্তা-চেতনার লালনকারী হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে চান জামিয়াতুন নূর আল কাসেমিয়াকে।

মাদরাসার সকল শ্রেণীতে ভর্তি চলবে। ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিতাব। পাশাপাশি গত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল দেখে বিভাগভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হবে।

নিচে বিভাগের নাম, ভর্তি পরীক্ষার কিতাব ও ভর্তিযোগ্য সর্বনিম্ন গড় নাম্বার যথাক্রমে দেয়া হলো।

১/ উলুমুল হাদীস, সিহাহ সিত্তার সকল কিতাব ও শরহে নুখবাতুল ফিকর, ৮০%।
২/ ইফতা, নুরুল আনোয়ার ও হেদায়া ৩, ৮০%।
৩/ আরবী আদব, শামায়েলে তিরমিজি ও মাকামাতে হারিরি ,৬৫%।
৪/ দাওয়াহ, ৫৫%। ৫/তাকমিল, মিশকাত, ৫০%।

৬/ ফযীলত-২, জালালাইন ও হেদায়া২, ৫৫%।
৭/ ফযীলত-১, সরহে বেকায়া ও নুরুল আনোয়ার, ৬০%।
৮/ ছা: উ:, কাফিয়া ও মুখতাসারুল কুদুরি, ৬৫%।
৯/ মুতা-৪, হেদায়েতুন নাহু ও ইলমুস সিগাহ্, ৬৫%।

১০/ মুতা-৩, নাহুমির ও শরহে মিআতে আমেল, ৭০%।
১১/ মুতা-২, মিজান ও এসো আরবী শিখি, ৭০%।
১২/ মুতা-১, তাইসিরুল মুবতাদি ও তারিখুল ইসলাম, ৮০%।
১৩/ ইবতেদায়ি বিশেষ, কুরআনে হাফেজ, ৮০%।
১৪/ ইবতেদায়ি ছানি, ৮০%।

মাদরাসার ঠিকানা: বাসা#২৪, রোড#১৪, সেক্টর#১২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
যাতায়াত: উত্তরা হাউস বিল্ডিং থেকে ১২নং সেক্টর খালপাড় নেমে ১৪নাম্বার রোড ২৪ নাম্বার বাসা।
যোগাযোগ: ০১৭৭৭৪৪১০০৭ (মাওলানা আসিম), ০১৭৭৩৪৪৩০৪৩(অফিস), ০১৮১০১১৪৯৭৩(অফিস)।

ভর্তি ফি: ২০০০, ফরম ২০০, কুতুবখান বাবদ ৩০০টাকা নেয়া হবে।

ভর্তি শুরু: ২০ মে বৃহস্পতিবার থেকে ২৭ মে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত এবং ২.৩০ থেকে ৫.০০ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। অনলাইনেও ভর্তি কার্যক্রম চলবে বলে মাদরাসা সূত্রে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ