সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ

বগুড়ায় মাদ্রাসার বৃদ্ধ নৈশ প্রহরীর গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে একটি দাখিল মাদ্রাসার বৃদ্ধ নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত জয়নাল আবেদীন (৭০) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত মীর বক্সের ছেলে। তিনি সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। দীর্ঘদিন ধরে মাদ্রাসার পাশেই বাড়ি নির্মাণ করে থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, মাদ্রাসায় মূলত নৈশ প্রহরীর দায়িত্বে আছেন নিহতের ছেলে আবুল  কাশেম (৪৫)। কাশেম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার পরিবর্তে বাবা জয়নাল আবেদীন ওই মাদ্রাসার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কাশেম মাদ্রাসায় ছিলেন। পরে তার বাবা মাদ্রাসায় গিয়ে ছেলেকে বাড়ি পাঠিয়ে দেন। সকালে জয়নাল বাড়ি না ফেরায় তার ছেলে মাদ্রাসায় গিয়ে শ্রেণী কক্ষের মেঝেতে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, তিনি মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতেন। ওই কক্ষের দরজা খোলা ছিল বলে তার ছেলে পুলিশকে জানিয়েছে। কী কারণে বৃদ্ধ নৈশ প্রহরীকে হত্যা করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, মাদ্রাসা থেকেও কোনো কিছু খোয়া যায়নি। ঘটনার পর থেকেই হত্যার কারণ নিশ্চিত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ