বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

২০২০ সালে বিশ্বে উদ্বাস্তু সাড়ে পাঁচ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ ও নানা দ্বন্দ্ব-সংঘাতে গত বছরে বিশ্বের ১৪৯টি দেশ ও ভূখণ্ডে নতুন করে উদ্বাস্তু মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ। এর মধ্যে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু ৪ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আর বাংলাদেশে এর সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ২৩০ জন।

এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশ্বে উদ্বাস্তু হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা মানুষ এবং সংঘাতের কারণে উদ্বাস্তুর সংখ্যা ৯৮ লাখ।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১’ এর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতে সারা বিশ্বে যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতি ঘটেছে সেখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

আইডিএমসির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে উদ্বাস্তু মানুষের তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন। দেশটিতে এক বছরেই উদ্বাস্তু হয়েছেন ৫০ লাখ ৭৪ হাজার মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন। সেখান প্রাকৃতিক বিপর্যয়ে ৪৪ লাখ ৪৯ হাজার এবং সংঘাতে এক লাখ ১১ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

এ ছাড়া চতুর্থ স্থানে থাকা ভারতে প্রাকৃতিক বিপর্যয়ে ৩৮ লাখ ৫৬ হাজার এবং সংঘাতে উদ্বাস্তু হয়েছেন আরও ৩ হাজার ৯০০ জন। পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ