মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কেরানীগঞ্জে পাঠকের ঘরে বই পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’ স্লোগান নিয়ে ‘আলোর দিশারী ইসলামী পাঠাগার’ অভিনব একটি আয়োজন করেছে। পাঠাগার জগতে যুক্ত করেছে এক নতুন ধারা। ঘরে বসেই পাঠাগার থেকে বই উত্তোলন করার সুবর্ণ সুযোগ।

ঢাকার অদূরে কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী গ্রামে অবস্থিত এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। দীর্ঘ আট বছর যাবত ধারাবাহিক জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে নিরলসভাবে।

ভ্রাম্যমাণ লাইব্রেরি পাঠাগারটির প্রতিষ্ঠাকালীন স্বপ্ন। দশক পূর্তির মাহেন্দ্রক্ষণে সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা স্বরূপ কর্মসূচি গ্রহন করা হয়েছে ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’। ঘরে বসে পাঠাগারের ইনবক্স/নম্বরে যোগাযোগ করলেই হবে। পাঠকের পছন্দের বই নিয়ে দরজায় পৌঁছে যাবে বইয়ের ফেরিওয়ালারা।

আপাতত ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী ও জিনজিরা ইউনিয়নে এই সেবা দেয়া হচ্ছে। ভবিষ্যতে বড় পরিকল্পনা থাকার কথা জানায় পাঠাগার কর্তৃপক্ষ।

গতকাল ১৩ জুলাই মঙ্গলবার পাঠাগারের একটি প্রতিনিধি দল পাঠকদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেয়। এতে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলোর দিশারী ইসলামী পাঠাগারের সভাপতি আমিনুল হক রকি, সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদ্দীন, সহ-সেক্রেটারি মাহমুদুল হাসান, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন সাইফ, সহ শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক এহসান সাজিদ, সহ-বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ শাওন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ