বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হাটহাজারী মাদরাসার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন আরো যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর জামিয়ার মহাপরিচালক, শাইখুল হাদীস ও শিক্ষাপরিচালক নিয়োগসহ একাধিক এজেন্ডা নিয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছিল।

আজ সকাল সাড়ে ৯ টা থেকে হাটহাজারী মাদরাসার শুরার এ বৈঠক শুরু হয়েছিল।

এ বৈঠকে শুরা সদস্যদের সিদ্ধান্তে  দারুল উলূম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইয়াহিয়া, মঈনে মুহতামিম হিসেবে (সহযোগী পরিচালক) দায়িত্ব পেয়েছেন মুফতি জসিম উদ্দিন,  প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল্লামা শেখ আহমদকে এছাড়াও শায়খুল হাদিস হিসেবে আরো দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শোয়াইব জমিরীকে।

শিক্ষা পরিচালকের দায়িত্ব পেয়েছেন (নাজেমে তালিমাত) মাওলানা কবির আহমদ, সহকারি শিক্ষা পরিচালক হয়েছেন ( নায়েবে নাজেমে তালিমাত) মাওলানা ওমর মেখলী। বোডিং সুপার হিসবে দায়িত্ব পেয়েছেন  ( নাজেমে মাতবখ) আহমেদ দিদার কাসেমী, হোস্টেল সুপার হয়েছেন মাওলানা ফোরকান আহমদ সাতকানভী।

প্রসঙ্গত, শুরার গুরুত্বপূর্ণ এ বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ