বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রিলিজ হলো মাহফুজুল আলমের গাওয়া নাতে রাসুল ‘স্বপ্ন আমার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রয়াত সংগীতশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের গাওয়া 'স্বপ্ন আমার' শিরোনামে একটি শ্রুতিমধুর নাতে রাসুল প্রকাশিত হয়েছে আজ।

বিকেল ৫টার দিকে ইসলামী সংগীত প্রকাশের ইউটিউব প্লাটফর্ম 'হলি টিউন' চ্যানেলে প্রকাশিত হয় নাতে রাসুলটি।

সংগীতটিতে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন মাহফুজুল আলম ও তার দীর্ঘদীনের বন্ধু তাওহিদ জামিল। কথামালা সাজিয়েছেন লন্ডন প্রবাসী আল ফরহাদ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। দিক নির্দেশনায় ছিলেন যৌথভাবে মুফতি সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও ডিরেকশনে ছিলেন এইচ আল হাদী।

সংগীতটি সম্পর্কে বলতে গিয়ে মাহফুজুল আলমের স্মৃতিচারণ করতে গিয়ে হলি টিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান  বলেন- আমাদের একান্ত সহযাত্রী মাহফুজুল আলম আমাদের মাঝে নেই প্রায় দুমাস হয়ে যাচ্ছে। সে আর আমাদের মাঝে ফিরবে না এটা আমরা ভাবতেই পারছি না।

সংগীতের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন লন্ডন প্রবাসী আল ফরহাদ ভাই একসাথে কয়েকটি লিরিক দিয়েছিলেন দুই বছর আগে। এরমধ্যে ৩টি লিরিক প্রায় কাছাকাছি সময়ে আমি সুর করেছিলাম। এরমধ্যে নাতে রাসুলটি মাহফুজুল আলম আর তাওহীদ জামিলকে দিয়েছিলাম। এ নাতটা বেশ পছন্দ করে ওরা দুজন গেয়েছেন। ছয় মাস লেগেছে এর রেকর্ডিং এবং মাস্টারিং ফাইনাল করতে। গত জানুয়ারিতে সিদ্ধান্ত হয় গজলটি রোজার আগে রিলিজ করা হবে। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সম্ভব হয়নি। কথা ছিলো কুরবানীর পর সর্বপ্রথম এ সংগীতের কাজ হবে। কিন্তু ততদিনে মাহফুজকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু রয়ে গেছে তার গেয়ে যাওয়া শ্রুতিমধুর সংগীতটি।

তিনি বলেন, আশা করি সংগীতটি শ্রোতারা অত্যন্ত পছন্দ করবে। সাথে সাথে মাহফুজুল আলমের জন্য সবাই দোয়া করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ