মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাসিক নকীব সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরার আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক নকীবের সাহিত্য আসর শুক্রবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। পঠিত লেখার উপর পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

মুহাম্মদ যাইনুল আবিদীন সাহিত্যের ক্লাসে আলোচনায় লেখার গুরুত্ব দিয়ে বলেন, শব্দকে অনুভব করতে হবে। শব্দকে ভাঙতে এবং নতুন শব্দ গড়তে জানতে হবে।

তিনি বলেন, ‘লেখা হলো সন্তানের মতো, তাদের যত্ন করতে হবে।’ উপমা দিয়ে তিনি বলেন, হাজার ফাগুন আসে যায়, হাজার বসন্ত আসে যায় কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই পংক্তি 'ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত'... অমর হয়ে আছে। অর্থাৎ শব্দের গাঁথুনি সদা সজীব, কখনো তা পুরোনো হয় না।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদ তার সমাপনী আলোচনায় নকীব পরিবারের পক্ষ থেকে সাহিত্যপ্রেমীদের প্রতিমাসের প্রথম শুক্রবার সকালে সাহিত্য আসরে অংশগ্রহণের আহ্বান জানান।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও নকীব পাঠক ফোরাম ঢাকা মহানগর পূর্বের পরিচালক সাঈদ আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকাস্থ নকীব ও বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পাতার নিয়মিত লেখক ও পাঠকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ