বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘ট্রুথ সোশ্যাল’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম চালু করছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার কথা বলে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার সত্যি তেমন একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করলেন ট্রাম্প, যার নাম দিয়েছেন ‘ট্রুথ সোশ্যাল’। একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী মাসে পরীক্ষামূলকভাবে এবং ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে পুরোদমে চালু হবে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।

ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ট্রাম্পকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে না দেওয়ায় ট্রাম্প নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালুর উদ্যোগ নিলেন।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং স্পেশাল অ্যাকুইজিশন কোম্পানির (এসপিএসি) একীভূতকরণের মধ্য দিয়ে ট্রুথ সোশ্যালের জন্য একটি নতুন কোম্পানি করা হয়েছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মূল ধরা হয়েছে সাড়ে ৮৭ কোটি মার্কিন ডলার। দুটি প্রতিষ্ঠানের আলাদা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করছি, যেখানে টুইটারে তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে। অথচ আপনাদের প্রিয় মার্কিন প্রেসিডেন্টকে বাক্‌রুদ্ধ করা হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’

গত ৬ জানুয়ারি শত শত ট্রাম্প সমর্থক ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালায়। এ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার, ফেসবুকসহ অন্যান্য কোম্পানি।

ট্রাম্প বলেন, ‘অচিরেই ট্রুথ সোশ্যালে আমি আমার প্রথম সত্যের বার্তা পাঠাব। অতিসত্ত্বর বিগ টেকের বিরুদ্ধে আমার লড়াই আবারও শুরু হবে।’

ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘বড় প্রযুক্তি কোম্পানিগুলো দীর্ঘ দিন ধরে কনজারভেটিভদের কণ্ঠরোধ করে আসছে। আজ রাতে আমার বাবা একীভূতকরণ চুক্তিতে সই করেছেন। ট্রুথ সোশ্যাল এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে সবাই তাদের অনুভূতি অবাধে ব্যক্ত করতে পারবেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ