মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সীরাতবিষয়ক ছড়াগ্রন্থ 'নবীর দেশে' বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারী প্রতিনিধি: তরুণ লেখক ও ছড়াকার মুহাম্মদ এমদাদ উল্লাহর সীরাত বিষয়ক ছড়াগন্থ 'নবীর দেশে' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত ২১ অক্টোবর (বৃহস্পতিবার) হাটহাজারী পৌরসভাস্থ বাংলাবাড়ি মিলনায়তনে মুহাম্মদ যুবাইর খান’র সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব বলেন, আমাদের শিশুদের বইপাঠে অভ্যস্থ ও উদ্বুদ্ধ করতে হবে। কারণ বই পড়ে কেউ দেওলিয়া হয় না। আর শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই তাদের হাতে ছড়া-গল্প ও আদর্শিক বই তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, জীবনে সফল হতে চাইলে প্রচুর বই পড়তে হবে, সাধনা করতে হবে। কারণ শুধু একাডেমিক পড়াশোনা আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে না। আমাদের পূর্ববর্তী লেখকদের লেখা আমাদের ডাকে। তারা লেখা আমাদের পড়তে বলে কিন্তু আমরা সাড়া দিই না।

No description available.

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাবাড়ির পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী বলেন, শিশুদের তিনটি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এক. অর্থবহ সুন্দর নাম। দুই. আদর্শ শিক্ষার পরিবেশ। তিন. নিরাপদ প্রযুক্তি। আমরা যদি শিশুদের উক্ত তিনটি বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে পারি তাহলে আমাদের শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা সহজ হবে।

ছড়াগ্রন্থের লেখক মুহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, শিশুদের কোমল হৃদয়ে সিরাতের আলো ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তারা যদি বইটির মাধ্যমে নূন্যতমও আলোকিত হতে পারে, তবেই আমার এ শ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে রিফকা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাত বিষয়ক ছড়াগল্প 'নবীর দেশে' লেখায় এবং রিফকা ফাউন্ডেশনে বিশেষ অবদান রাখায় বইটির লেখক মুহাম্মাদ এমদাদুল্লাহকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তরুণ লেখক মাসউদুর রহমান চৌধুরী, ইবরাহীম নূর, হাবীব আনওয়ার, সালেহ খান বাবলু প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ