বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

সুনামগঞ্জে সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত হলো ‘সিরাত সেমিনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তরুণ আলেমদের সমন্বয়ে গঠিত, সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. এর বর্ণিল জীবন’ কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ সিরাত সেমিনার গতকাল ১৩ নভেম্বর শহরের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয় ।

সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. রুকন উদ্দিনের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ান ও আব্দুল্লাহ মাহমুদের যৌথ পরিচালনায় সিরাত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুন্দর আলোকিত সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাইলে, ঘুনে ধরা আঁধারে নিমজ্জিত, আদর্শ বিবর্জিত ভঙ্গুর আমাদের এ সমাজটাকে ঢেলে সাজাতে হলে- রাসূল সা. এর আদর্শের বিকল্প নেই । এ জন্য আমাদের সিরাতচর্চার বিকল্পও কিছু নেই । তাই আমাদের বেশি করে সিরাতচর্চা করা উচিত।’

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে লেখক ও আলেম সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ‘ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের আদর্শ জীবন-যাপনের প্রকৃত ঠিকানা। সিরাত তো অসুস্থ উম্মাহর যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। সিরাত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য বর্ণিল পথ এবং বহু পথের মোহনা। তাই জেলায়-থানায়, শহরে-গ্রামে, বিদ্যালয়ে-শিক্ষাঙ্গনে, ক্যান্টিনে মজলিশে ব্যাপক সিরাতচর্চা প্রয়োজন।

তিনি বলেন, সিরাতচর্চা ও অনুসরণে ঈমান-আমল জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মনেপ্রাণে, দেহে অবয়বে শুদ্ধ ব্যক্তিমানুষ তৈরি হয়। অগণিত শুদ্ধ ব্যক্তিমানুষ সমাজ, রাষ্ট্র ও মানুষকে উপকৃত করে। সিরাতচর্চা দ্বীনি কারণেও প্রয়োজন, উম্মাহর বেঁচে থাকার দরকারেও প্রয়োজন, জাতীয় স্বার্থেও প্রয়োজন।’

এ ছাড়া মহানবী সা. এর সীরাতের আরো নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বাছির, মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শাহ মমশাদ আহমদ, তরুণ আলেম মুফতি জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মনসুর ও আব্দুল ওয়াদুদ নোমানসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ