মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার দিলো টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি’র উদয়পদ্ম কনফারেন্স রুমে অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিজয়ী প্রত্যেককে ক্রেস্ট, সম্মাননা এবং ১ লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

এ বছর যারা পুরস্কার পেলেন- একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মুফতি পারভেজ নাদির রেজা, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপারসন মো. আলম হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মো. মুকিমুল আহসান, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরাপারসন মমিনুল হক আফান, রাইজিং বিডির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু, প্রথম আলোর সাবেক স্টাফ রিপোর্টার আহমেদ জায়িফ, মাছরাঙ্গা টেলিভিশনের উন্মোচন টিম, যৌথভাবে সিলেটভয়েস ডটকম রিপোর্টার শরিফ উদ্দিন তানু মিয়া ও দৈনিক পূর্বাঞ্চল এর স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।

অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাংলাদেশে ‘টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার’ অন্যতম সম্মানজনক পুরস্কার। দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রায় ২০ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে টিআইবি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম। স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

পুরস্কার দেওয়ার আগে ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা : গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আইটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর জাফর সাদিক।

এরপর এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মানিক, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু) প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ