মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার আরবী দেয়ালিকার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূর হোসাইন।।

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার আরবী সাহিত্য বিভাগের উদ্যোগে আরবি দেওয়ালিকা ‘আন-নূর’ প্রকাশিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর)  আনুষ্ঠানিকভাবে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।

জামিয়ার আরবি সাহিত্য বিভাগের জিম্মাদার মাওলানা যুবায়ের মাহবুব আজহারী জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমীর হাতে ‘আরবী দেয়াল’ পত্রিকাটি তুলে দেন।

জামিয়া প্রধান আরবী দেয়াল পত্রিকা প্রকাশিত হওয়ায় আরবি সাহিত্য বিভাগের জিম্মাদার’সহ সংশ্লিষ্ট ছাত্রদের প্রশংসা করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে জামিয়াতুন নূর আল কাসেমিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার কাঙ্খিত লক্ষ্যে। জামিয়ার প্রথম দেয়াল পত্রিকা ‘আন-নূর’ প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, বহুকাল ধরেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে দেয়াল পত্রিকা গুরত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তোমরা যদি নিয়মিত রোজনামচার ও লেখালেখির চর্চা করো, প্রতিমাসে অন্তত একটি ‘দেয়াল পত্রিকা’ বের করতে পারো, তাহলে আমি আশাবাদী আগামীতে তোমাদের দ্বারাই একঝাঁক কলম সৈনিক তৈরী হবে, যারা ইসলাম ও মুসলিম উম্মাহ’র কল্যাণে লেখালেখি ও সাংবাদিকতার ময়দানেও সরব থেকে কাজ করে যাবে।

এ সময় জামিয়ার শিক্ষা-পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী’সহ আরবী সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ