সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

দেবিদ্বারের ধামতীতে ইউপি চেয়ারম্যান হলেন মহিউদ্দিন মিঠু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কুমিল্লার দেবিদ্বারের ১৩নং ধামতী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন মিঠু। বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হোন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

জানা যায়, এ ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন মোঃ জসিম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচন করেছেন মোঃ মহিউদ্দিন মিঠু। মোঃ মহিউদ্দিন মিঠু মোট ভোট পেয়েছেন ৯ হাজার ৫শ’ একাশি। আর মোঃ জসিম উদ্দিন মোট ভোট পেয়েছেন ১ হাজার ৮শ’ চুরানব্বই।

মোঃ মহিউদ্দিন মিঠুর জয়ে উল্লাসিত স্থানীয়রা। জয়ের পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

মোঃ মহিউদ্দিন মিঠু আওয়ার ইসলামকে বলেন, আমার বাবা ময়নাল হোসেন দু’বার ধামতী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বাবার মৃত্যুর পর জনগণের দাবির মুখে আমি ২০২০ সালে উপনির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই। এ লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ। পরিকল্পনার মধ্যে রয়েছে- ধামতী ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত গড়ে তোলা। শিক্ষার মানোন্নয়ন করা। এ ইউনিয়নকে আধুনিকায়ন করা। শহর সকল সুযোগ-সুবিধা গ্রামে পাওয়ার ব্যবস্থা করা। একটি আধুনিক হাসপাতাল তৈরি করা।

উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সোমবার ১৪টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভানী ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভুইয়া মুকুল রাতে মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোট গ্রহন বন্ধ রয়েছে।

এছাড়া ১৪টিতে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) ও স্বতন্ত্রসহ মোট ১০৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ