সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০

ইউরোপ যাওয়ার স্বপ্ন পুরণ হলো না ফেনীর নজরুল ইসলামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ইউরোপের দেশ গ্রিস যাওয়ার জন্য একবুক স্বপ্ন নিয়ে দুই বছর আগে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন ফেনীর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন। সেখান থেকে দালালের মাধ্যমে লুকিয়ে গ্রীস যাওয়ার পথে তুষারপাতের কবলে পড়ে সমাধি হয় শাহিনের সেই সপ্ন। ছেলের মৃত্যুর খবর আসে শাহিনের বাবা মার কাছে।

মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ‘গ্রিস যাওয়ার পথে অতিরিক্ত তুষারপাতের কারণে মারা যান ফেনী পৌরসভার বারাহীপুরের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত হওয়ার সংবাদ ও লাশের ছবি প্রকাশের পর লাশটি শাহিনের বলে নিশ্চিত করেন তার ফুফাতো ভাই মোহাম্মদ নাসির উদ্দিন মানিক।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২ফেব্রুয়ারি গ্রিস যাওয়ার জন্য রওয়ানা হওয়ার আগ মুহূর্তে শাহিন তার মায়ের কাছে ফোন দিয়ে দোয়া চান এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল নাম্বারটি বন্ধ।

এদিকে গ্রিস যাওয়ার পথে তুর্কি সীমান্তে তুষার ঝড়ের কবলে পড়ে শাহিন ও তার সহযাত্রীরা। মাত্রাতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্য হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

শাহিন ফেনী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডস্থ বারাহীপুর গ্রামের আবদূর রহমান মাষ্টার বাড়ির মিজানুর রহমানের ছেলে। সে শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এস.এস.সি পাশ করেন।

অপরদিকে তার মৃত্যুতে ফেনীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ