মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

একুশে বইমেলায় মুফতি গোলাম রাজ্জাক কাসেমীর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম শান্তির ধর্ম, কথাটি প্রায় সবাই জানি ও স্বীকার করি। কিন্তু ইসলামের সেই কাঙ্ক্ষিত শান্তি থেকে আজকের মুসলিম সমাজ যে অনেকটা বঞ্চিত, তা অনস্বীকার্য।

কেন? চৌদ্দশত বছরেরও অধিক কাল যাবৎ যে জীবনবিধান মানবসমাজকে অফুরন্ত শান্তি ও সম্মানের প্রতিশ্রুতি নিশ্চিত করে আসছে, সেই ইসলামকে ধারণকারী আজকের মুসলিম সমাজ কেন শান্তি ও সফলতা থেকে বঞ্চিত হবে?

এ জটিল প্রশ্নের সরল উত্তর একটাই,আজকের মুসলিম উম্মাহ ইসলামের পরিচয়কে গর্বের সাথে ধারণ করলেও ব্যক্তি ও সমাজজীবনে তার বাস্তবায়ন থেকে অনেকদূর ছিটকে পড়েছে।

আলোর পরশ ব্যতীত কেবল আলোর শ্লোগান যেমন কখনও আঁধার দূরীভূত করতে পারে না, তেমনি ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের চর্চা ছাড়া কখনও ইসলামের কাঙ্ক্ষিত শান্তির প্রত্যাশা করা যায় না।

তাইতো আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে ঘোর অন্ধকার। অশান্তির দাবানলে পুড়ে ছাই হচ্ছে সমাজ ও পরিবার!

মুসলিম সমাজে ছড়িয়ে পড়া সেই অগ্নি ও অমানিশা থেকে পরিত্রাণের বার্তা নিয়ে পাঠকের সামনে এবার উপস্থিত হলো ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি।’

বইটির আলোচনা শুরু হয়েছে সামাজিক কিছু সমস্যা নিয়ে। যৌতুক, অপচয়, সুদ-ঘুষ ও সিন্ডিকেটের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে করণীয়, সামাজিক কিছু কুসংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আলোচনা করা হয়েছে সমাজকে ইসলামের সুবাসে সুবাসিত করার পদ্ধতি নিয়ে। মুসলিমদের পারস্পরিক আদবকেতা, অমুসলিমদের প্রতি আচরণ এবং ভারসাম্যপূর্ণ জীবন যাপনের নীতি নিয়েও লিখেছেন, বিদগ্ধ আলেম, লেখক, গবেষক, মুফতি গোলাম রাজ্জাক কাসেমী।

সব মিলিয়ে বলা যায় ‘প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি’ মূলত একটি রুগ্ন সমাজের সুস্থতায় এক কার্যকরী প্রেসক্রিপশন।
সন্দেহ নেই ব্যক্তি, সমাজ ও পরিবার যত আগে এই প্রেসক্রিপশন গ্রহণ ও অবলম্বন করবে, সমাজ ও পরিবারজীবনে তারা ততবেশি আলো ও শান্তির ছোঁয়া পাবে।

বই: প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি
(মুসলিম সমাজ গঠনে ইসলামের নান্দনিক শিক্ষা)
লেখক : মুফতি গোলাম রাজ্জাক কাসেমী।
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না।
প্রকাশনী : শব্দাঙ্গন।
পরিবেশক : শব্দশৈলী ৷
মুদ্রিত মূল্য : ২০০ টাকা।
পৃষ্ঠা : ৯০ ৷
একুশে বইমেলায় পাওয়া যাবে : শব্দশৈলী। স্টল নম্বর : ৩৬৪-৬৫-৬৬-৬৭ ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ