মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রেলওয়ে জামিয়া মাহমুদিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে সম্মাননা পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে বিশেষ সম্মাননা পাগড়ি প্রদান করেছে রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা।

গত ১৮ মার্চ (শুক্রবার) মাদরাসার আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাফেজ তাকরিমকে পাগড়ি প্রদান করা হয়। এসময় রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার ৯জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

পাগড়ি প্রদান করেছেন, সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য সাগরেদ কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

মাহফিলে কুরআন তেলাওয়াত করেন, ক্বারী হাফেজ মাওলানা নাজমুল হাসান। আরও তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী। তিনি বলেন, আমাদের মাদরাসার ছাত্ররাও যেন হাফেজ তাকরিমের মতো বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে সবাই দোয়া করবেন।

রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরে নবী ভূইঁয়া রাজু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পূর্ব) বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। আবু জাফর মিয়া, প্রধান প্রকৌশলী (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। মুহাম্মদ সুবক্তগীন, প্রকল্প পরিচালক, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন। মামুনুল ইসলাম, শফিকুর রহমান, আলহাজ আব্দুস সুবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ