বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

লেস্টারে মুসলিম নারীদের শিল্পকর্ম প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:গতকাল ২২ মার্চ মঙ্গলবার ইংল্যান্ডের লেস্টার শহরে মুসলিম নারীদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। লেস্টার সিটি সেন্টারের ভেলভোয়ার আর্ট গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ২৬ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীটি এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এতে অংশ নিয়েছেন ১০ জন নারী শিল্পী।

তাঁদের লক্ষ্য সমসাময়িক ইসলামী শিল্পের বিস্তৃত অঙ্গন তুলে ধরতে চান। আয়োজকরা বলছে, প্রদর্শনীতে আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক জ্যামিতিক কারুকাজ, সূচিকর্ম, কাপড়ের কাজ, বিমূর্ত চিত্রসহ ইসলামী শিল্পের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।

প্রদর্শনীটি মূলত লেস্টারের শিল্পী ও কিউরেটর সাজিয়া উসমানের পরিকল্পনা। তিনি জানান, তিনি এমন শিল্পীদের বেছে নিয়েছেন। কেননা তারা তাদের কর্মজীবনে প্রবেশ ও এগিয়ে যেতে বাধার মুখে পড়েছিল।

তিনি বলেন, আমার উদ্দেশ্য ছিল লেস্টারের শিল্পজগতে সমসাময়িক ইসলামী শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষত যখন সৃজনশীল নারীরা তার প্রতিনিধিত্ব করে। সাজিয়া মনে করেন, এটি লেস্টারে মুসলিম নারী শিল্পীদের প্রথম প্রদর্শনী।

তিনি আরো বলেন, আমার লক্ষ্য হলো এমন শিল্পী ও তাদের কর্মকে বিভিন্ন ক্ষেত্রে স্থান করে দেওয়ার মাধ্যমে বাধাগুলো ভেঙে ফেলা ও পরিস্থিতি স্বাভাবিক করা।

সূত্র: ইসলামী জীবন, বিবিসি ডটকম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ