বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

রাজনৈতিক অস্থিরতায় আবারো টালমাটাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক দূরাবস্থা এখন রাজনৈতিক অস্থিরতায় রূপ নিয়েছে। এতে টালমাটাল হয়ে উঠেছে পাকিস্তান।
ক্ষমতা ধরে রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলোর মুখোমুখি ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ। পার্লামেন্টে অনাস্থা ভোটে বিরোধীদের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছে ইমরান খান সরকারের তিনটি বড় শরিক দল, যা সরকার পতন ঘটাতে যথেষ্ট হতে পারে।

এতে মেয়াদ পূরণের এক বছর আগে কঠিন চ্যালেঞ্জের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টের বিরোধীদলগুলোর অনাস্থা প্রস্তাবের পর গদি টিকবে কি-না, তা নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা।

পরমাণু অস্ত্রধারী দেশটি প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারকে সমর্থন দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের এক সময়ের গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান এখন ধীরে ধীরে মার্কিন বলয় থেকে সরে চীনের আরও ঘনিষ্ট হয়ে উঠছে। রাশিয়ার সঙ্গেও বাড়ছে সম্পর্ক।

ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান খানের জন্য হুমকি মূলত তার দেশের ভেতরে। মূল্যস্ফীতির হার দুই অংকের ঘরে। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। চারিদিকে ছড়িয়ে পড়ছে অসন্তোষ। পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনাও। বিশ্লেষকদের অনেকেই বলছে, দেশের অর্থনীতির বারোটা বাজানোর দায় ইমরানেরই। আরও বড় সমস্যা হচ্ছে, যে সামরিক বাহিনীর ছায়ায় ইমরান প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সেই ছায়া এখন তার ওপরে আর নেই।

এই পরিস্থিতির সুযোগ নিতে মুখিয়ে আছে বিরোধী দলগুলো। ২৮শে মার্চ পার্লামেন্টে উঠছে অনাস্থা ভোটের প্রস্তাব। ইমরান খানের সরকারের জোটে থাকা তিনটি বড় শরিক দল ইঙ্গিত দিয়েছে, অনাস্থা ভোটে বিরোধীদের পক্ষে থাকতে পারে তারা, যা সরকার পতন ঘটাতে যথেষ্ট। তাই এই প্রস্তাব টিকে গেলে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতায় পুরো পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে না পারার রেকর্ড আরও দীর্ঘায়িত হবে।

গদি টিকিয়ে রাখতে কঠোর হচ্ছেন ইমরান। অনাস্থা ভোটের আগের দিন ইসলামাবাদে ডাক দিয়েছেন রাজনৈতিক শোডাউনের। পাল্টা অবস্থানের ঘোষণা দিয়েছে বিরোধীরাও। সবমিলে সহিংতার আশঙ্কা বাড়ছে। সেরকম কিছু ঘটলে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া ফের আটকে যেতে পারে।

১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ের রূপকার। ক্রিকেট মাঠ ছাড়লেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে ১৯৯৬ সালে নিজ হাতে গড়া নতুন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিয়ে আস্তে আস্তে দীর্ঘ সময় পাড়ি দিয়ে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মসনদে বসেন ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ