মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আসসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুরু হয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিন ব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ।  শনিবার (২৬ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেষ হবেক আগামী ৩১ মার্চ ৯ বৃহস্পতিবার)।

১৫০০ আবেদনকারী থেকে বাছাই করে ৫০ জন মেধাবী তরুণ আলেমকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

প্রশিক্ষণের গুরুত্ব, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মুসলিম মননে সংশয় ও নিরসনের উপায় এবং ইংরেজী ভাষা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) প্রথম ক্লাস সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেছেন শায়খ আহমদুল্লাহ। তিনি তার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে অত্যন্ত চমৎকারভাবে প্রশিক্ষণের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন (মর্ম), প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের যার যখন যে ধরনের প্রশিক্ষণের সুযোগ আসবে কাজে লাগাতে হবে, এটা আমাদের পেশার সাথে মিল থাকুক বা না থাকুক তবু আপনাকে সমৃদ্ধ করবে। ছোট ছোট বিষয়েও প্রশিক্ষণ নিতে হবে যেমন, কীভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়, কীভাবে বক্তব্য প্রস্তুত করতে হয় ইত্যাদি। আমাদের বড় সমস্যা হলো যোগ্যতা তৈরির আগেই আমরা মাঠে নেমে পড়ি। আর নিজেদের ইগু বেশি থাকায় কারো কাছে শিখতে যাই না, শিখতে চাইও না। যার দরুণ প্রশিক্ষণের প্রয়োজনীতাকে অনুভব করি না, গুরুত্ব দিই না।

প্রশিক্ষণে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অন্যরকম- এর চেয়ারম্যান,মাহমুদুল হাসান সোহাগ।

তিনি দায়ীদের জন্য এবং সবার জন্য অত্যন্ত জরুরি বিষয়ের ধারনা দিয়েছেন।

তিনি বলেছেন, ব্যক্তির প্রোফাইল বোঝা। আপনার দাওয়াতকে সফল করার জন্য যেমন ব্যক্তির প্রোফাইল বোঝা দরকার, তেমনি সংসার বা অফিস-স্টাফ পরিচালনার জন্যও তা বোঝা জরুরি। তাহলে আমরা কার কোন মেজাজ, পারস্পরিক মতানৈক্যের কারণ এবং সমন্বয় করার উপায় খুঁজে বের করতে পারবো।

তিনি  বেশ কয়েকটি পয়েন্টে কথা বলেছেন। তা হলো -
১.
1. extrovert (মিত্রপ্রবণ)
2. introvert (অন্তর্মুখী)

২.
1. sensing (ব্যাখ্যামূলক উত্তর)
2. intuition (সংক্ষেপে/এককথায় উত্তর)

৩.
1. tinking (যুক্তি বা আইনপ্রবণ)
2. Feeling (আবেগ বা দরদপ্রবণ)

৪.
1. judger (আগে প্ল্যানিং তারপর কাজ)
2. perceiver (কাজ করতে করতে প্ল্যানিং করা)

তিনি আরো বলেছেন, আমরা প্রত্যেকেই একেকজন সেলসম্যান। সুতরাং আপনার কথাকে কীভাবে মানুষের মাঝে সেল করবেন সেই রোলস ও টেকনিক আপনার জানা থাকতে হবে। চিন্তাশীলদের জন্য উনার প্রতিটি পয়েন্ট খুবই তাৎপর্যপূর্ণ।

মুসলিম মানসে সংশয় ও এর প্রতিকারের উপায় বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন মুশফিকুর রহমান মিনার।

দীর্ঘ সময় নিয়ে তিনি  প্রশিক্ষণে নাস্তিক্যবাদের ইতিহাস ও বাংলাদেশে তাদের উত্থানের কাহিনী শুনিয়েছেন। বিশ্বজুড়ে অফলাইনে-অনলাইনে তাদের নানা কর্মতৎপরতার ভয়ংকর তথ্য তুলে ধরেন তিনি। পাশাপাশি খ্রিস্টবাদের স্বরূপও উন্মোচন করেন।

খ্রিস্টবাদের সাথে নাস্তিক্যবাদের মিল কোথায় তাও তিনি স্পষ্ট করেন। তাদের মুকাবিলায় কী করা যায় এবং তারা কী কী পদক্ষেপ নিয়েছেন তা-ও সবিস্তারে আলোচনা করেছেন তিনি। ‘অবাধ্যতার ইতিহাস’ নামে একটি বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।

ইংরেজি ভাষা শেখার সহজ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন সাইফুর'স-এর প্রতিষ্ঠাতা  সাইফুর রহমান খান।

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

আদবের সংকট ও ইলমের সংকট বিষয়ে আলোচনা করেছেন শায়খ মাহমুদুল হাসা।

প্রশিক্ষণে ভার্চুয়ালি  যুক্ত হয়েছিলেন  ডা. শামসুল আরেফিন শক্তি।

তিনি ভার্চুয়ালি অল্পসময়ে আবেগঘন  বক্তব্য দিয়েছেন। এবং দুটি বই পড়ার কথা বলেছেন,

১. জবাব-২
২. সত্যকথন-২

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ