বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

‘স্বাধীনতা পরবর্তী শাসকদের থেকে জনগণের প্রত্যাশার আর কিছু নাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতা পরবর্তী শাসকরা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে স্বাধীনতা পরবর্তী শাসকরা। খাদ্য তথা দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারনে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা। এখনো অসহায় জনগোষ্ঠীকে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে দেখা যায়।

আজ (২৫ এপ্রিল) সোমবার বেলা ৪ টায় রাজধানীর মিরপুরস্থ এটিএন পার্টি হাউস এন্ড কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানার উদ্যোগে আয়োজিত “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা”- শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা সভাপতি নূরুল ইসলাম নাঈম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব প্রকৌশলী আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ), দারুস সালাম সালাম থানা সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ, মিরপুর থানা উপদেষ্টা আলহাজ্ব হারুন-অর-রশীদ প্রমুখ।

গাজী আতাউর রহমান বলেন; স্বপ্নের বাংলাদেশ আজ লুটেরা, সন্ত্রাসী দুর্নীতিবাজদের কবলে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সকল শাসক জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিচারহীনতার কারনে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়েছে। আইনের দোহাই দিয়ে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। নানাবিধ সমস্যা ও সঙ্কটের মধ্যদিয়ে দেশ চলছে। ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ে তুলেছে।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করে দেশকে কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামের নীতি-আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ