মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

টুইটার কিনলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত টুইটার কিনলেন ধনকুবের ইলন মাস্ক। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পরিষদ।

বেশ কিছুদিন কথা চালাচালির পর গতকাল সোমবার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। এই প্রস্তাবের কঠোর সমালোচনা করলেও ১৩ দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করে বোর্ড।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত নাম ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিও তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়, বিশেষ করে টুইটারে। সেখানে ৮ কোটি ৪২ লাখের বেশি অনুসারী তাঁর। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো নিয়ে তিনি বেশ সচেতন। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো শক্তিশালী করা, টুইটারকে আরো বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়ে টুইটারকে কিনে নিলেন ইলন মাস্ক।

বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী মাস্ক গতকাল সোমবার সেই টুইটারে লাভ চিহ্ন দিয়ে ‘ইয়েস’ কথাটি লিখলেন, তখন আর কারো বুঝতে বাকি নেই, টুইটারের মালিক এখন কে?

দুই সপ্তাহেরও কম সময় আগে টুইটার কেনার প্রস্তাব দেন ইলন। শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার হিসাবে মোট ৪০ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে চান টুইটার। বলেন এই দামই চূড়ান্ত। ইলন আরো জানান টুইটার তাঁর প্রস্তাবে রাজি না হলে কোম্পানিতে থাকা তাঁর শেয়ার নিয়ে তিনি আবারো চিন্তা করবেন।

এমন মন্তব্য ও পদক্ষেপের কঠোর সমালোচনা করে টুইটারের বোর্ড অব ট্রাস্টি। ইলন মাস্ক জিম্মি করে হুমকির মুখে টুইটারের মালিকানা নিতে চাচ্ছেন বলে অভিযোগ করে টুইটার। তবে ইলন বলেন, হুমকি নয়, টুইটারে শেয়ারহোল্ডার হয়ে থাকা তাঁর জন্য অলাভজনক।

প্রতিষ্ঠানটির ৯ শতাংশ শেয়ারের মালিক ও সবচেয়ে বড় শেয়ার হোল্ডারও ইলন মাস্ক। এর আগে টুইটারের বোর্ড সদস্য হওয়ার প্রস্তাবও দেয়া হয় তাঁকে। তবে বোর্ড অব ট্রাস্টিতে যোগ দিলে ১৪ দশমিক ৯ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন না। তাই এই প্রস্তাবে না করে দেন ইলন।

মাস্ক বলছেন, টুইটারের এখনো অফুরন্ত সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠার শুরুতে যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল তা থেকে অনেকটাই সরে এসেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের বিশাল পরিবর্তন প্রয়োজন যা তাঁর মাধ্যমেই সম্ভব। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তনের কথাও জানিয়েছেন ইলন।

ইলন শেয়ার কেনার পর এক লাফে টুইটারের শেয়ারের দাম ৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৪৮ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ