বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করুন: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ী ফেরার ব্যবস্থা করতে হবে। নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষ নিরাপদে বাড়ী ফিরা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

তিনি বলেন, সকলের মধ্যেই একটা উৎকন্ঠা মনোভাব, তারা নিরাপদে যানজটমুক্তভাবে এবং চাঁদাবাজীর খপ্পর থেকে মুক্ত হয়ে বাড়ী ফিরতে চায়। সেইসাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিকে নজরে রাখতে হবে। ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত এবং সবধরণের চাঁদাবাজী বন্ধ করতে হবে। যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আজ এক বিবৃতিতে মহাসচিব বলেন, ঈদকে সামনে রেখে গ্রামমুখী মানুষ টিকিট ক্রয়ে ব্যস্ত। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে দিন কি দিন লাইনে দাড়িয়ে থেকেও টিকেট পাচ্ছে অনেকেই। তিনি সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এক ধরণের অসাধু পরিবহন ব্যবসায়ী ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনে ব্যস্ত হয়ে পরে। এটি যেন কেউ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সেইসাথে যাত্রীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ