মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

১৭ নারী প্রশিক্ষণার্থীকে সনদ ও সেলাই মেশিন প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর রায়েরবাজারে ১৭ জন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সনদপত্র দেওয়া হয়।

এ উপলক্ষে (২৮ এপ্রিল, বৃহস্পতিবার) সংগঠনের রায়েরবাজারের ‘সোসাইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ‘বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে এসব সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। এরা প্রত্যেকে ৩ মাস প্রশিক্ষণ নিয়ে সেলাই বিষয়ে অনেক কিছু শিখেছে। তাদের কেউ কেউ কাজ শেখা অবস্থাতেই বাইরের কাজ পাচ্ছে এবং উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচ নির্বাহ করছে।’

যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘অল্প-শিক্ষিত ও পিছিয়ে পড়া মানুষদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। আমরা চাই, কর্মহীন মানুষদের শিক্ষিত ও যোগ্যরূপে গড়ে তুলে সমাজে তাদের প্রতিষ্ঠিত করতে।’

সংগঠনে সহ সভাপতি নাহিদ আহমাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিন ইকবাল।

তিনি বলেন, ‘অসহায় নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে তোলার এই প্রচেষ্টা খুবই প্রশংসার দাবি রাখে। একজন অসহায় মানুষকে দু’বেলা খাদ্যের ব্যবস্থা করে দেওয়া চেয়ে তাকে খাদ্য উপার্জন করার পথটা দেখিয়ে দেওয়া খুব জরুরি। সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির এই স্বাবলম্বী উদ্যোগ সমাজের আর্থ-মানবতার উন্নয়ন করবে। বিশেষত নারীদের সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. রেজাউল করিম।

এসময় প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা তাদের মতামত জানান। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত প্রশিক্ষণার্থীরা বলেন, এটি আমাদের ঘুরে দাঁড়ানোর সম্বল। আমরা এখন নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে কন্ট্রিবিউট করতে পারব। এমন অনন্য সুযোগ করে দেওয়ার জন্য সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ