শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে দাউদাউ করে আগুন জ্বলে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখানে গার্মেন্টস, প্রসাধনী এবং জাল ও সুতার দোকানসহ বিভিন্ন ছোট ছোট দোকান ছিল।

বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে।

বরগুনা পৌর সুপার মার্কেটে দুই শতাধিক দোকান ছিল।

বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা যেভাবে পাওয়া দরকার, সেভাবেই আমরা পাই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ