শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

পাবজি খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে পাবজি গেমস খেলতে না দেয়ায় নুসরাত জাহান শান্তা (২১) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় ওই নারীর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।

নুসরাত জাহান শান্তা উপজেলার সাতুরিয়া মিয়ারহাট এলাকায় মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

শান্তার বাবা মো. নুরে-আলম হাওলাদার জানান, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিকভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো।

জানা যায়, ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইলে পাবজি গেমস খেলা নিয়ে তার ঝগড়া হয়। এর এক পর্যায়ে শান্তা ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে।

এ ঘটনা টের পেয়ে শান্তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু বরিশাল পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা নুরে-আলম।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শনিবার সকালে লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ